About Us / আমাদের সম্পর্কে

বাগমারা সমিতি, ঢাকা — সমিতির উদ্দেশ্য হচ্ছে সদস্যদের কল্যাণ, শিক্ষাব্যবস্থা উন্নয়ন, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের আয়োজন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ গঠন।

Objectives / উদ্দেশ্য

  • বৃহত্তর ঢাকা অর্থাৎ ঢাকা, গাজীপুর,মুন্সীগঞ্জ,মানিকগঞ্জ,নরসিংদী ও নারায়নগঞ্জ জেলায় স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসরত বাগমারা উপজেলা অধিবাসিদের মধ্যে পারস্পরিক পরিচিত, যোগাযোগ, আন্তরিকতা, ঘনিষ্টতা, সাহায্য, সহযোগিতা প্রদান এবং সৌহার্দপূর্ণ পরিবেশ গড়ে তোলা।
  • নিয়মতান্ত্রিকভাবে বাগমারা উপজেলার অধিবাসীদের সমষ্টিগত ভাবে সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি ও স্বার্থ সংরক্ষণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো।
  • বাগমারা উপজেলার প্রবাসী ও এলাকাবাসীদের মধ্যে যোগাযোগ স্থাপন ও তাহাদের প্রয়োজনে সাহায্য ও সহযোগিতার সর্বাত্মক প্রচেষ্টা চালানো।
  • প্রাকৃতিক দুর্যোগে যেমন- বন্যা, ভূমিকম্প, দুর্ভিক্ষ বা অনুরূপ বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য সহযোগিতা করা।
  • বাগমারা উপজেলার উন্নয়ন ও আর্থ-সামাজিক কর্মকান্ডে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহকে সম্ভাব্য সর্বপ্রকার সহযোগিতা করা।
  • বাগমারা উপজেলার সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সেমিনারের আয়োজন করা।
  • ঢাকাস্থ বাগমারাবাসীদের বিনোদনের জন্য বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলা ও বনভোজনের আয়োজন করা।
  • বাগমারা উপজেলার সুবিধা বঞ্চিত ব্যক্তিদের সম্ভাব্য সাহায্য প্রদান করা।
  • ঢাকাস্থ বাগমারা উপজেলার দরিদ্র পরিবারের সদস্যগণের মৃতদেহের দাফন-কাফন করতে সহায়তা করা।
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগমারা উপজেলার ভর্তি ইচ্ছুক ছাত্রÑছাত্রীদের ভর্তি ও ছাত্রাবাসে আবাসনে সহায়তা করা।
  • বাগমারা উপজেলার দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা।
  • বাগমারা উপজেলার বেকার যুব ও যুবমহিলাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি প্রাপ্তিতে বা অন্য যে কোন প্রকারে পুনর্বাসন সহায়তা করা।
  • বাগমারা উপজেলার গুণীজনদের বিশেষ অবদানের স্বীকৃতি প্রদান করা ।
  • যে কোন জনকল্যাণমূলক কার্যাবলী, সমবায় সমিতি বা অনুরূপ ব্যবসা পরিচালনা করা বা পরিচালনায় সাহায্য করা।
  • চাঁদা বা অনুদান কিংবা সমিতির লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপন্থী নয় এরূপ স্থাবর বা অস্থাবর সম্পত্তি দান হিসেবে গ্রহণ এবং পরিচালনা করা।
  • বাগমারা সমিতি মাধ্যমে বিভিন্ন প্রকার সচেতনমূলক কার্যক্রম যেমন এসিড সন্ত্রাস নিমূল নারী সহিংসতা প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, শিশু কিশোর ও প্রতবিন্ধী উন্নয়ন সামাজিক বনায়ন ও এইডস বিষয়ে উদ্যেগ গ্রহণ করা।
  • বাগমারাবাসী মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষন তথ্য প্রযুক্তি ও জ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রকার গবেষণার কাজে ব্যবস্থাগ্রহন ও সহযোগিতা প্রদান করা।
  • জাতীয় দিবস যথাযথ মর্যাদার সাথে উদযাপন।
  • সাহিত্যিক, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সমাজ সেবক/ পেশাজীবী ও শিল্পীদের নৈপূন্য প্রসারে উৎসাহিত করা।
  • বাগমারা উপজেলায় চাহিদা ভিত্তিক নতুন শিল্প প্রতিষ্ঠা ও কাচাঁমালভিত্তিক শিল্প কারখানা স্থাপনে উৎসাহিত করা।
  • মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বাগমারা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য মর্যাদা প্রদানে পদক্ষেপ গ্রহণ।
  • অসহায়, দুঃস্থ এবং সুবিধা বঞ্চিত অসুস্থ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তিতে সহায়তা প্রদান।
  • এছাড়াও সমিতি সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য জন কল্যানমূলক কার্যাবলী।