Membership / সদস্যপদ

সদস্যপদের শর্তাবলী এবং নিয়মাবলী নিচে দেওয়া হলো:

নংশর্ত / বিবরণ
1ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত বাগমারা উপজেলার বাসিন্দারা সদস্য হওয়ার যোগ্য।
2সদস্যপদ প্রার্থীর প্রার্থীতা যাচাইয়ের জন্য দুইজন বিদ্যমান সদস্যের সুপারিশ আবশ্যক।
3সদস্য হতে আবেদনপত্র জমা দিতে হবে এবং সমিতির নির্ধারিত ফি প্রদান করতে হবে।
4সদস্যকে সমিতির নীতিমালা ও বিধি মেনে চলতে হবে; কোন অসামাজিক কার্যকলাপে যুক্ত হলে সদস্যপদ বাতিল করা যেতে পারে।
5সদস্যগণ সমিতির কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দায়িত্ব পালন করবে এবং নির্বাচনমুখী কার্যক্রমে অংশ নিবে।