Membership / সদস্যপদ
সদস্যপদের শর্তাবলী এবং নিয়মাবলী নিচে দেওয়া হলো:
| নং | শর্ত / বিবরণ |
|---|---|
| 1 | ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত বাগমারা উপজেলার বাসিন্দারা সদস্য হওয়ার যোগ্য। |
| 2 | সদস্যপদ প্রার্থীর প্রার্থীতা যাচাইয়ের জন্য দুইজন বিদ্যমান সদস্যের সুপারিশ আবশ্যক। |
| 3 | সদস্য হতে আবেদনপত্র জমা দিতে হবে এবং সমিতির নির্ধারিত ফি প্রদান করতে হবে। |
| 4 | সদস্যকে সমিতির নীতিমালা ও বিধি মেনে চলতে হবে; কোন অসামাজিক কার্যকলাপে যুক্ত হলে সদস্যপদ বাতিল করা যেতে পারে। |
| 5 | সদস্যগণ সমিতির কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দায়িত্ব পালন করবে এবং নির্বাচনমুখী কার্যক্রমে অংশ নিবে। |